
বদিউল আলম————————-পঞ্চাশ বছর ধরেই ঝিঁঝিঁ পোকারাবাস করে আসছে একই ভাবে–ছন্নছাড়াপাতার আড়ালে অথবা ক্ষুদ্র গুহায়অনুক্ষণ ঝিঁ ঝিঁ শব্দে অসহ্য জ্বালায়। তোমার স্বাধীনতায় ইচ্ছের রোলার চালাইতবু তুমি নিভৃতে থাকো নিজের মতইহয়তঃ এমনই ছিলে হাজার বছরকোন চাহিদা নেই তোমার, কারো কাছেদাবিও নেই তবু শুধু ঝাঁঝাঁ কর কেন ?কেন অন্ধকার ভেদ করে তোমার কন্ঠ্যপৌঁছে যায় ঘরে ঘরে চারিদিকে। এ কন্ঠ্য আমার আকাশ বাতাস সৃষ্টিরএ কন্ঠ্য সৃষ্টিকর্তার দান নিঃশর্ত নিদারএ স্বর সৃষ্টির অংশিদার অবিচল আস্থারএ কন্ঠ্য উম্মুক্ত স্বাধীন বজ্রের কঠোর।অনেক বেশী বাড়াবাড়ি ঝাঁ ঝাঁ করোতোমার এত স্বাধীনতা ভালো লাগছেনা কারোঘাস ফড়িং এর মতই তুমি অবাধ্যনিজের খেয়ালে চলো অরুদ্ধএ পাতা থেকে ও পাতায় দুলে দুলেএ বাড়ি থেকে ও বাড়ি যেথা মন চলে।তুমি জাননা তোমার কন্ঠ্য কত বিরক্তিকরতোমার কন্ঠ্য রোধেই শুধু তার নিস্তারকেন শুধু জ্বালাতন কেন অহর্নিশি এবার হবে সাঙ্গ প্রত্যঙ্গ তোমার ঝিঁঝিঁ।গিরগিটি বাহিনী এবার খুঁজবে তোমায়উদরে ভক্ষিত হবে তুমি, ওরা করবে সাবাড়শব্দ শুনেই ছুটে যাবে ওঁত পাতা ভাগাড়েঅতঃপর তাবৎ তরঙ্গ রোধ করে ধরবেধরবে তোমার গলা টিপে কন্ঠ্য হবে বন্ধবন্ধ হবে বিরক্তির ঝিঁঝিঁ ডাক নির্বোধ।