
নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর: বিশ্বব্যাংকের সহায়তায়, বাংলাদেশের চাঁদপুরে, সব ধরনের সুযোগ-সুবিধা সম্বলিত একটি আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ ও নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ।
চাঁদপুরের বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম বলেন, “বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ৭০ কোটি টাকা ব্যয়ে দুই দশমিক ৪০ একর জমিতে টার্মিনাল নির্মাণের জন্য ইতোমধ্যে টেন্ডার করা হয়েছে।
নতুন টার্মিনালে নদীবন্দর অফিস, যাত্রীদের জন্য শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, বসার ব্যবস্থা, প্রার্থনার স্থান এবং নারীদের জন্য ওয়েটিং রুম এবং ব্রেস্ট ফিডিং কর্নারসহ আধুনিক সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে জানান বিআইডব্লিউটিএর উপ-পরিচালক।
নতুন টার্মিনাল নির্মাণের মূল কাজ অক্টোবর বা নভেম্বরে শুরু হবে বলে জানান তিনি। ২০১৮ সালের ৪ নভেম্বর সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান টার্মিনাল ভবন ও লঞ্চঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। করোনার কারণে প্রকল্পটি সময়মতো বাস্তবায়িত হয়নি।