
নিজস্ব সংবাদদাতা : ঐতিহ্যবাহী ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটি “দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে” এই স্লোগানকে সামনে রেখে পথচলা ফরিদগঞ্জে গণমাধ্যম কর্মীদের একমাত্র সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির প্রয়াত সদস্যদের সম্মানে ও স্মরণে দাঁড়িয়ে নিরাবতা পালনের মধ্যদিয়ে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে আগত প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, সাংবাদিকতা কেবল তথ্য-উপাত্ত ও ঘটনার বিবরণ সংগ্রহের পেশা নয়। সাংবাদিকদের সঠিক ও নির্ভুল তথ্য উপস্থাপন করা প্রথম ও প্রধান কাজ।
ইফতারের পূর্ব মুহুর্তে সংগঠনটির প্রয়াত সকল সদস্যদের আত্মার শান্তি কামনা ও দেশবাসীর উন্নয়ন সম্প্রীতি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব, মাওলানা ইউনুছ আহমেদ।
প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটনের পরিচালনায় এসময় সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহাম্মেদ চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ফকিহ মাও. ইকবাল হোসাইন, উপজেলা জাতীয়তাপার্টির সভাপতি আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন গাজী, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির, ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার, ম্যাগাজিন হাউজের পরিচালক মাও. তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্ব রিয়াজ আহমেদ ফরিদী,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন,উপজেলা সরকারি প্রাথমিক সহ-শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানসহ প্রেসক্লাবের সকল স্তরের নেতৃবৃন্দ।