
নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০০ ছাত্রীকে একটি করে নতুন বাইসাইকেল দেওয়া হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সাইকেলগুলো বিতরণ করা হয়। তারা সাইকেলে চড়ে স্কুলে যাবে।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের কর কমিশনার ফারুক আহম্মদ, খুলনা আপিল অঞ্চলের কর কমিশনার আ স ম ওয়াহিদুজ্জামান, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শামসুল ইসলাম, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন প্রমুখ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস জানান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সহযোগিতায় সাইকেলগুলো ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে।