
অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত হওয়া ম্যাচটি নিয়ে ঝামেলা যেন শেষই হচ্ছে না। আগামী সেপ্টেম্বরে আবারও ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও আপত্তি জানিয়েছে আর্জেন্টিনা। ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করবে বলে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এফএ উপদেষ্টা আন্দ্রেস উরিচ আর্জেন্টিনার টেলিভিশনে ফিফার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আমাদের বিশ্বাস, সিদ্ধান্তটি ন্যায্য নয় এবং আমরা মনে করি, আর্জেন্টিনার কারণে ম্যাচটি বাতিল হয়নি। আমাদের বিষয়টি আদালতে নিয়ে যেতে হবে এবং আমরা মনে করি আমাদের সেই অধিকার আছে। ‘
আর্জেন্টিনার চার ফুটবলার করোনাভাইরাসের বিধি-নিষেধ না মেনেই সেই ম্যাচে অংশ নিয়েছিলেন (একাদশে ছিলেন তিনজন)।
তাই ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মাঠে প্রবেশ করে ম্যাচ থামিয়ে দেন। এরপর রেফারি ম্যাচ স্থগিত ঘোষণা করেন। এ ঘটনার জেরে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার চার ফুটবলারকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। নিষেধাজ্ঞা পাওয়া চার ফুটবলার হলেন এস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ও এমিলিয়ানো বুয়েন্দিয়া, টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো এবং ভিয়া রিয়ালের মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
মূলত ব্রাজিলে প্রবেশের ক্ষেত্রে ইংল্যান্ড, আফ্রিকা ও ভারত থেকে যাওয়া নাগরিকদের কমপক্ষে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক ছিল। কিন্তু আর্জেন্টিনার এই চার ফুটবলার ইংল্যান্ড থেকে গেলেও কোনো কোয়ারেন্টিন বিধি মানেননি। ম্যাচ শুরুর আগেই ব্রাজিল স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি জানানো হলে আর্জেন্টিনা তা মানেনি। যে কারণে ম্যাচ শুরুর পরও স্থগিত হয়ে যায়।