
নিজস্ব সংবাদদাতা, ঢাকা : সরকারি ঘোষণায় সপ্তাহের শেষ দিন ও ঈদের আগে শেষ কর্মদিবস আজ। এরই মধ্যে ছুটি হয়ে গেছে অনেক কর্মস্থল। তাই বৃহস্পতিবারই (২৮ এপ্রিল) সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমেছে ঘরমুখো মানুষের ঢল।
দুপুরের দিকে টার্মিনালে তেমন যাত্রী দেখা না গেলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। অনেকে আবার লঞ্চ ছাড়ার কয়েক ঘণ্টা আগে থেকেই এসে বসে আছেন।
এদিকে ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) মে দিবসের ছুটি। রমজান মাস ৩০ দিন ধরে ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি ধরেছে সরকার। সেই হিসেবে টানা ছয়দিনের ছুটি পড়ছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।