
নিজস্ব সংবাদদাতা : ঈদুল ফিতরে ফরিদগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়কারী এম.এ হান্নান এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
৬ মে শুক্রবার সারাদিন তিনি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত ছিলেন। এ সময় তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর পাটোয়ারীরর বাবার কবর জিয়ারত এবং দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাঘবরায় গ্রামে দক্ষিণ কারামতিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদ প্রঙ্গনে আলমগীর পাটোয়ারীর মরহুম পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুফতি গিয়াস উদ্দিন।
দোয়া পূর্ব আলোচনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি এম.এ হান্নান বলেন, ‘আজ রাজনৈতিক সমাজে অপরাজনীতি চলছে। সবর্ত মিথ্যার জয়জয়কার। আখিরাতে মুক্তি এবং দুনিয়াতে শান্তি পেতে হলে সত্যের পথে আসতে হবে। যদি সাহজ থাকে অপরাজনীতি চেড়ে সত্যের রাজনীতি করেন।’
উল্লেখ আলমগীর পাটওয়ারীরর পিতা আব্দুল আজিজ কালু পাটওয়ারী ২০২০ সালের ৩১ মার্চ ইন্তেকাল করেন। দোয়া অনুষ্ঠান শেষে তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন।
এই দিন তিনি ৪নং সুবিদপুর ইউনিয়নের নিজ বাড়িতে এম.এ হান্নান নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ৫নং গুপ্টিতে ফারুক মোল্লার কবর জিয়ারত শেষে স্থানীয় নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ৬নং গুপ্টি, ৭নং পাইকপাড়া উত্তর, ১১নং চরদুঃখিয়া ও ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের ঈদ পুনঃমিলনী অনুষ্ঠানে যোগদান করেন। ফরিদগঞ্জ পৌরসভায় ঈদের পরের দিন দুই সহদরের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান এম এ হান্নান।
এ
সময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান, সহ-সভাপতি মো. মাহাবুবুর রহমান মফু, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খোসরু মোল্লা্, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আযাদ, আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন শিপন, যুগ্ম আহবায়ক জামাই ফারুক, জহির, পৌর যুব দলের আহবায়ক মো. ইমাম হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, কাউন্সিলর জাকির হোসেন গাজী, পৌর যুবদলের সদস্য সচিব আমিন মিজি, পৌর যুব দলের যুগ্ম আহবায়ক সোহাগ পাটওয়ারী,েউপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.আক্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিয়াজী, আব্দুল কুদ্দুস, পৌর ছাত্র দলের আহবায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, জেলা ছাত্রদলের নেতা আশিকুর রহমান পাটওয়ারী, যুবায়ের হোসেন তালহা প্রমুখ।