
কে এম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহ আলম শেখ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার ইউনিয়নের সকল ওয়ার্ড মেম্বার ও অফিস স্টাফদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার সকাল সাড়ে এগারোটায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হিসাব সহকারী মোঃ রুবেল সরকার, ১নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ইয়াছিন তালুকদার, ২নং ওয়ার্ডের জনপ্রতিনিধি শাহআলম খান, ৩নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুল আজিজ পাটওয়ারী, ৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জসিম উদ্দিন খান, ৫নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ইকবাল হোসেন মিজি, ৬নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুল আহাদ, ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জাকির হোসেন খান, ৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন সরকার, ৯নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মিজানুর রহমান গাজী। মহিলা মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন ১-২-৩নং ওয়ার্ডের মুনছুরা বেগম, ৪-৫-৬নং ওয়ার্ডের নাজমুন নাহার বেগম, ৭-৮-৯নং ওয়ার্ডের শারমিন আক্তার। এছাড়া ইউনিয়ন পরিষদের অফিস স্টাফ ও গ্রামপুলিশসহ অন্যান্য গণ্যমান্যরা।
সংবর্ধিত চেয়ারম্যান হাজী শাহ আলম শেখ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ফরিদগঞ্জ শাখার কমিটি তৈরি হবার মূল উদ্দেশ্য হচ্ছে সুষম বণ্টনের মাধ্যমে ফরিদগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দ্বারা স্ব স্ব ইউনিয়নের জনগণের জন্য কাজ করা। সরকারি বিভিন্ন খাতের অনুদানকে সুসংগঠিত করে কাজে প্রয়োগ করা। এজন্য আমি আমার এই ইউনিয়নের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আজ আমাকে সংবর্ধনা প্রদান করার জন্য ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি ও আমার স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।