
ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম এ হান্নানের নির্দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১০নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি। ২৭ আগষ্ট শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন বেপারীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূছ। বিক্ষোভ মিছিলটি গোয়াল ভাওর বাজারের দক্ষিণ মাথায় গিয়ে জি এস সি একাডেমির মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ গনবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আ. রহিম হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি দেলোয়ার হোসেন সোহেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মহসিন মোল্লা, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু তালেব পাটোয়ারী, উপজেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট মাসুদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন শিপন, ফারুক হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান বাবু, উপজেলা যুবদলের সদস্য মঞ্জিল হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, যুবদলের নেতা শাহাদাত হোসেন গাজী, মহিবুল্লাহ মীর, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কাউসার আহমেদ, সদস্য সচিব রাব্বি সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বিন্দু উপস্থিত ছিলেন।