
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় মাদরাসাতুল ইসলামিয়া দারুল উসওয়াহ্ এর এতিমখানার আবাসিক ছাত্রদের জন্য কার্পেট দান করেছে পরার্থে ফাউন্ডেশন। উক্ত ফাউন্ডেশন নিয়মিত মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের জন্য অনুদান প্রাদান করে থাকেন। তারই ধারাবাহিকাতায় শীতের পূর্বে এ কার্পেট বিতরণ করেছে পরার্থে ফাউন্ডেশন।
বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী মোঃ আবু নাহিদ এর পরিচালনায় ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসান মোঃ ইউসুফ এর ব্যবস্থাপনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরার্থে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কাওছার আলি।
প্রধান অতিথি এতিমখানার ছাত্রদের উদ্দেশ্যে বলেন, মানবতার কল্যানে বিভিন্ন কর্মসূচীকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পরার্থে ফাউন্ডেশন। আজকের আয়োজন তারই অংশ বিশেষ। তিনি বলেন, আমাদের প্রিয় নবী (সাঃ) নিজেও ছিলেন একজন এতিম। সূতরাং সকল হীনমন্যতা দূরে রেখে নিজেকে সৎ ও দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পরার্থে সবসময় তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম ডাঃ আবু তাহের ও মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাগ্রত যুব সংঘ এর সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার হামিদ হোসাইন আজাদ, মোঃ শাহীন প্রমুখ।
এসময় অতিথিরা পরার্থে ফাউন্ডেশনের পাশে থেকে মানবতার কল্যানে কাজ করার জন্য বিত্তবান মানুষদের প্রতি আহবান জানান।