
ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের মিরপুর গ্রামে ‘মিরপুর ইসলামিয়া পাঠাগার’ বিজয় দিবস উদযাপন করেছে। মহান বিজয় দিবস উপক্ষে পাঠাগার কর্তৃপক্ষ পাঠক এবং মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থীদের নিয়ে কুরআন তেলাওয়াত, আজান, হামদ-নাত ও ইসলামী সংগীতের প্রতিযোগীতার আয়োজন করে।
পাঠাগারের সহ-সভাপতি মাওলানা হাবিব এর সভাপতিত্বে এবং মাদ্রাসাতুল মদিনার পরিচালক মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান মিজি, এ্যাডভোকেট সুজন, মো. সুমন, মো. শাহাদাত মিজি, মো. খলিল সর্দার ও মাসুম ঢালী।
২৩ ডিসেম্বর বিকালে পাঠাগার প্রাঙ্গনে প্রতিযোগীতার ৪টি ইভেন্টে মোট ১৫ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মেহেদী হাসান মিজি।
ক্যাপশন : মিরপুর ইসলামিয়া পাঠাগারের উদ্যোগে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করছেন অতিথিরা।