
নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ (নয়াহাট কলেজ) মাঠে ৩ দিনের একটা বইমেলার আয়োজন করবে প্রকাশনা সংস্থা জেব্রাক্রসিং। প্রকাশনীর স্বত্বাধিকারী দন্ত্যন ইসলাম জানিয়েছেন বইমেলার সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির ১৯, ২০ ও ২১।
স্টলে জেব্রাক্রসিং প্রকাশনের প্রকাশিত বই ছাড়াও চাঁদপুর জেলার বিভিন্ন লেখকের প্রকাশিত বইগুলিও স্টক থাকবে বলে জানিয়েছেন তিনি। প্রকাশক দন্ত্যন ইসলাম আরও জানিয়েছেন ২১ ফেব্রুয়ারির দিন বইমেলার স্টলে আবৃত্তি হবে একুশের কবিতা, গাওয়া হবে একুশের গানসমূহ।
এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। ফরিদগঞ্জ ও আশপাশের তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বইমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।